জল কথন?

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

রজব বকশী
চিরকাল রূপে গুণে ত্রিধারায় চলে জল জন্মের কথন ও আগুনের কুসুম সুবাসিত গান জলে ভরা পরমা কলসি পিপাসা মেটাও ও বরফকুচি হিম আয়না পালক তুষারপাতের ঝড় বয়ে যাও প্রীতিমুগ্ধ উষ্ণতায় গলে গলে পড়ো ও ধোঁয়ার ডানা কাটা মেঘরং পাখি বৃষ্টির নূপুর পায়ে ঝড় তুলে যাও চমকাও বিদু্যৎ ফণায় এই রহস্যের গিঁট খুলে দাও পরম পুরুষ