পরিযায়ী মানুষগুলো

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

নাসরীন খান
পরিযায়ী পাখি শীতে উষ্ণতা খোঁজে দূর থেকে দূরে ছুটে চলে ভেতরে কষ্ট দেশান্তরি তারা ভয়ের ভেতরে বসবাস তাদের শীত। বালুকাবেলায় রামধনু আঁকে সরিষের হলুদ ফুল মাঠ জুড়ে সবুজ সবজি ক্ষেত কুয়াশার চাদরে শীত। উঠোনে পোহায় আগুনের আঁচে ছেলে বুড়োর দল ছিন্ন বস্ত্রে ঢাকা শরীরের হাড়কাঁপনের জ্বালা জুড়াতে। অপেক্ষা করে কুয়াশার বুক গলে ওঠা চিকচিকে রোদের সূর্য সে তো আরাধনা শুধু তখন। দিনমজুরের আরাম কাঁথা দূরে ঠেলে ছুটা কাজের সন্ধানে কষ্টগুলো পুষে ক্ষিদের কাছে বাবু সাহেবদের চায়ের চুমুক আর \হভাঁপ ওঠা গরম পিঠা তৈরির হুকুমে। গাঁয়ের গরিব বলে কথা! শীত কাপড়ের সন্ধানী যেন মাগে এধারে ওধারে যেন পরিযায়ী তারাও, উড়ে আসে শহরে বস্ত্রের উষ্ণতার খোঁজে।