স্বাধীনতা

প্রকাশ | ২৯ মার্চ ২০১৯, ০০:০০

মো. সামছুদ্দিন ভুঁইয়া
আমরা এনেছি স্বাধীনতা, এখন স্বাধীন আমাদের রাষ্ট্র। স্বাধীনতার জন্য যুবক, বৃদ্ধ, করেছি কত কষ্ট। জাতির জনক মহান নেতা, বঙ্গবন্ধুর ডাকে। এ দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে গেছে ঝাঁকে ঝাঁকে। স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি, হারিয়েছি কত প্রাণ। কত মায়ের ইজ্জত হারিয়েছি, কত বোনের সম্মান। কত ভাই জীবন দিয়েছে, হিসাব নাইকো তার। আজকে আমরা স্বাধীন জাতি, এটাই মোদের অহংকার। গর্বে মোদের বুক ভরে যায়, আনন্দের নেই শেষ। আজ আমরা স্বাধীন জাতি, আমাদের মুক্তি স্বাধীন বাংলাদেশ।