বীর সেনানী

প্রকাশ | ২৯ মার্চ ২০১৯, ০০:০০

এশরাত জাহান বর্ণা
মৃতু্যকে সাথী করে মশাল জ্বেলেছি হাতে দৃপ্ত অঙ্গীকারে আজও নেমেছি পথে... মাগো তুমি নিশ্চিন্তে থাক, আমার দেশ আমার মাটি আমার রক্তের চেয়ে দামি, ঝরিয়ে দেব সব খুন, তবু তোমাকে দেব না কারও হাতে তুলে... তোমার আকাশ তোমার বাতাস তোমার নদী মাঠ জলাভূমি, পবিত্র করেছে লাখ বীর সেনানী। মাগো তুমি কেঁদো নাকো, তারা মরেনি আজও রয়েছে তোমার এই সন্তানের বুকের ভেতরে।