ব্যথার গাথা

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

দীপান্বিতা চৌধুরী
কবিতার খাতায় নেমে আসে অন্ধকার রাত্রির পথগুলো একা লাগে ভারী শীতের ক্ষত বুকে সকাল পেরোলো এখনো তো আমি সেই আগের আনাড়ি। ঘুরেফিরি ফকিরের একতারা কাঁধে ভিক্ষার পাতে জোটে ব্যথা ভরা নাম যেখানে গোধূলি চাঁদ-জোঁছনা কুড়োলো সেখানে তোমাকে আমি রৌদ্র দিলাম। কবিতার খাতা পেলে ভুলো না আকাশ আমিও মায়ের থেকে সাহস নিলাম তুমি পূর্ণিমা থেকে যত পূর্ণ হলে ততটাই আমি ভুল আঁধার দিলাম!