মায়া

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

লাভলী ইসলাম
কখনো রিক্ততা কখনো শূন্যতা সব অপেক্ষা সর্বত্র পায় না পূর্ণতা মন মননে আলোকরশ্মি শুভ্রতা ক্ষণিকের ছায়ায় একবিন্দু স্নিগ্ধতা শ্রেণি,বিবেক বৈষম্যের নিছক অজ্ঞতা পৃথিবী জন্ম দাও ভালোবাসায় হৃদ্যতা শ্রেণি বৈষম্যের অদেখা আবরণে ঢাকা মন মরা বিবেক নষ্টের অযাচিত চাকা বুলির ফুলকি বলাবলি মিষ্ট অদূরে কার্যত বিচ্ছিন্ন বন্ধন এখন আপন পরে। দিন বদলের হাওয়া বদলেছে বহ মন সবাই এখন লভ্যাংশ খুঁজে যখন তখন মা সন্তান ভাইবোন সব বন্ধন যেন ছাড়া বাকি সব তো পর, পরই মিথ্যা এক মায়া।