ভাগ্যের নির্মমতা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

বিমল ভৌমিক
ছোট থেকে জেনেছি এবং মেনেছি ভাগ্য বলে কিছু নেই। কিন্তু পেরেছি কি অতিক্রম করতে ভাগ্যকে? শেষমেষ ভাগ্যের হাতেই দিয়েছি সঁপে সবকিছু। এ সংসার জ্বালা-যন্ত্রণার, অত্যাচার-অনাচার সবই ভাগ্যের দোষে। লেখাপড়া ভালোভাবে শিখিনি ভাগ্যে নেই। সবাই বলে। ভালো চাকরি পাইনি, তাও ভাগ্যে নেই। বিয়ে করব, ভালো মেয়ে খুঁজছি, পাচ্ছি না। ভাগ্যের বিড়ম্বরা। প্রিয়তার পতন প্রবাহ ভাগ্যের পরিহাস। বিরহ শেষে প্রেয়সীর মান ভাঙে, তবু কি সব ভালো হয়, সঙ্গে বিনাশের শেষ চুম্বন। ভাগ্যের অশেষ কৃপা! থাক না তবে ফিরতে পারি, যদি না পারি তবুও আনন্দ ঝর্ণার গানে হারিয়ে যাব অন্ধকার জীবনের হাতে, তবে ভাগ্য ভালো।