ভুলের ভূমিকা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

জাকির আজাদ
ভুলের একটা কাঁটা বুকে আছে বিঁধে, এই জীবন বরাবরই ছিল ছলনাহীন সাদাসিধে ছিলনা লোভ বৈভবের খিদে বিনষ্ট হলো তবু ক্ষণিকের ভুলের কঠিন জিদে। বিশৃঙ্খল, ছাড়া হয়ে গেল হৃদয়ের ভিটে, সুনিবিড় পরিবেশ হলো বিশ্রীভাবে খিটখিটে সময়ের দেয়াল ঠেকে গেছে পিঠে সীমাহীন আশা দুঃসময়ের লেনদেন গেছে মিটে। স্বপ্নগুলো ডানা মেলে উড়ে গেছে সুদূর আকাশের দিকে, ইচ্ছেগুলোর মরণ হয়েছে একটিও নেই টিকে বেঁচে থাকার প্রয়াসগুলো দুঃখের কবিতা লিখে সময়ের নিকট কাঁটার ব্যথা সহ্যের কৌশল নিচ্ছে শিখে। প্রতিটি প্রহরের দুঃস্বপ্ন আমার সঙ্গে যায় জিতে, উচ্ছ্বাস মেখে উলস্নাস করে কষ্টরা কাঁটে জয়ের ফিতে অবিরাম কষ্টপাত থাকে দিতে বেঁচে থাকার স্বাদ বড়ো বেশি তিতে।