প্রতিবাদ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
জীবনকে প্রত্যাখান করে প্রতিবাদের ইতিহাস গড়ল সে। এত এত আয়োজন, উন্নয়নের ঝলক সবটা ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে আগুনে ঝলসে গেল আঠারো কোটি জনসংখ্যার দেশে একজন প্রতিবাদী মানুষ। যখন নীলনক্সা রচিত হয়, কে কার ঘাড়ে দোষ চাপাবে তারই ছক আঁকে ঠিক তখন জীবনকে নিক্ষেপ করে নিশ্চিত মৃতু্যকে আলিঙ্গনে লজ্জিত করতে চেয়েছিল আমার মানবসত্তাকে। একদলা থুথু কি শূন্যে ছুঁড়ে দিয়েছিল আঠারো কোটি জনসংখ্যা নামক কীটপতঙ্গের উদ্দেশ্যে? দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মাঝে বারবি কিউ হওয়া মানুষের লাশে আমার মানবসত্তা লজ্জিত হয় না, জাগ্রত হয় না মনুষ্যত্ব। শুধু একদলা থুথু অনুভব করি আমার সারা অবয়ব জুড়ে। আপনিও কি এই ঘৃণার থুথু অনুভব করেন আপনার মুখমন্ডলে?