চাঁদবতী, তারা দুটি দুই হাতে নিতে চাই

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

মোমিন মেহেদী
আলো ছড়ানো সৌন্দর্য তোমার; আমায় দেখায় প্রেম। কোথাও আমার অস্তিত্ব খুঁজে পাই না; হারিয়ে যাই অবাধ বুকের আলিঙ্গনে পূর্ণিমাতে হারানো ভালো। ভালোমন্দের দরবেশি চোখ খোঁজে কেবল দু'টি তারা। এই তারাতে অনেক আদর এই তারাতে প্রেম এই তারাতে অলস সময় এই তারাতে সুখ এই তারাতে স্নিগ্ধ পরশ এই তারাতে জ্যোতি এই তারাতে হীরা এবং এই তারাতে মতি... চাঁদবতী, তারা দু'টি দুই হাতে নিতে চাই সারারাত সারাদিন সারাজীবন রাখতে চাই দুই হাতে এই দু'টি তারা কখনো কোনো কারনে ভাগ বসাতে এলে কেউ দুই তারাতে চলবে না; তারা দু'টি কেবল আমার... চাঁদবতী, দাও না আমায় তারা দু'টি একটুখানি আয়েশ মেখে আদর করি তোমার আলোয়। তোমার মায়ায় লুটিয়ে পড়ি; সবকিছুতেই তারার মৃদু মুগ্ধতা প্রেম; এসব আমি আমার বুকে ধারণ করি...