দোলনা বিলের ভৈঁরো :৩২

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

সোহেল মাজহার
চোখের ভিতর বিল, মীনের কারসাজি- কাকজল স্পর্শ করলে জল, জলের সংসার বড়ো টলমল। গড়িয়ে পড়ে রাত, রাতের নির্জনতা ধু-ধু চরাচর ঘনায়মান সন্ধ্যার ছায়া বিলোড়িত সচারাচর। চোখের কার্ণিশে স্মৃতি, সে বড়ো মায়াময় পীড়িত জীবন শুধু আষাঢ় শ্রাবণময়। বলে কথা চোখপাখি দিগন্ত দিক বলয় শূন্য খাঁ-খাঁ মাঠ জলশূন্য, চৈত্রে রচিত দুঃখ বলয়। একটি সন্ধ্যা ঢুকে যায় চোখে, চোখে নিহত হয় তবে পূর্ণিমা আর কৃষ্ণপক্ষে জ্যোৎস্নার কি অর্থ হয়? এত যে লবণকাতর স্নায়ুর বিকার মেঘ ও সমুদ্র জল দগ্ধরোদে তেতে উঠে সমূহপ্রেম দোলনার জলখলবল