মেঘ ও মেলাংকলি

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সায়ি্যদ লুমরান
দুঃখরা আড্ডা মারতে চাইলে- বাঁ-হাতে বিকাল গড়িয়ে ডেকে আনি কেরুগন্ধী সন্ধ্যা। অতঃপর দগ্ধ নক্ষত্রের আংড়ায় অন্ধকার উষ্ণ করে মুখোমুখি বসি- দুঃখরাই তো আমার গোপন অতিথি। দুঃখ হওয়ার আগে ওরা বনভূমি ছিল। শূণ্যে হারানো অরণ্যে দ্যাখো হে নিষাদ,- মেঘের আড়াল থেকে মেলাঙ্কলিক আল ঢালছে চাঁদ।