মাধুর্য ভরা শীত

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জহীর হায়দার
নীরব অনন্তের প্রিয় মাধুর্য ভরা গভীর রাতের শীত মোহভরা নৈঃশব্দের অন্ধকার সবুজে আমার স্বপ্নঘেরা শিশিরভেজা কবিতার জ্বলন্ত এক প্রাণৈশ্বর্যে ভরা শীত হ্যাঁ, যৌবনের অনন্য স্মৃতিমুখর নিশ্চুপ গোলাপের ভালোবাসার এ শীত সুদূরের নিঃসঙ্গ এক জীবনের রঙিন ইচ্ছেকে ঘিরে অন্য ভাষায় অন্য কথা ব'লতে চেয়েছিল কাল \হ আবহমান শান্তির নিঝুম এক পথ বেয়ে, নিরিবিলি এসে, জীবনস্পর্শী এ আমাকে সংগোপনে ব'লতে চেয়েছিল শীত নিভে যাওয়া অতীতে আমার হারিয়ে যাওয়া বিচিত্র জীবনের সোনালি কিছু স্মৃতির কথা, আর হ্যাঁ, জ্যোতিমুখর সুন্দরের অন্তরস্পর্শী যে স্মৃতির কোনো শেষ নেই জীবনে