বৈজ্ঞানিক দ্বিধা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স.ম. শামসুল আলম
মাটিতে পা রাখতে, দেখি মাটি এসে আঁকড়ে ধরে আমার পা আমি অতলান্ত শূন্যতায় হাবুডুবু খাই একদিকে অফুরন্ত আকাশ, অন্যদিকে বিস্তৃত ভূখন্ড নিজেকে খন্ডবিখন্ড করেও কিনার পাবো না এই দুর্ভেদ্য বায়ুমন্ডলে না আছে প্রাণ না আছে প্রেমিক আমি জীবন্ত সাগর, কোনো নিবন্ত আগুনে জ্বলি আকাশে হাত রাখতে, দেখি আকাশ ঝাঁপিয়ে পড়ে তোমার দুহাতে ব্যথাক্লিষ্ট মেঘ আর বিমূর্ত রঙধনুর লুকোচুরি আমি এই সার্কাসের ঘূর্ণন দেখতে দেখতে ক্লান্ত নিজেকে ভাঙতে ভাঙতে অবশেষে নতজানু শূন্যতার কাছে আমার হিমাঙ্ক, গলনাঙ্ক পরিমাপে বৈজ্ঞানিক দ্বিধা না বরফে আছি না অগ্নিগিরিতে।