অসম্ভবের পায়ে হেঁটে

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মুস্তফা হাবীব
অসম্ভব তো বটেই তুমি রাজসিক ভঙ্গিমায় ময়ূর আসনে বসে ভাবছ পাখি হয়ে পাড়ি দেবে সুদূর আকাশ সমুদ্র তিল তিল করে খুঁজে আনবে চাঁদের সবটুকু রোশনাই। আর আমি বসে আছি সন্ধ্যানদীর উত্তরে হরিকেল সমতটে, বিরোজা সুন্দরীর ঐতিহাসিক জোড় মসজিদের পাশে, ভাবছি আমিও কবে খুঁজে পাব দত্তখাঁর দীঘির আঁচলে তোমার নিসর্গ উপস্থিতি। এরকম অসম্ভবের পায়ে ভর করে পথে পথে হেঁটে কোনো লাইলি সহসাই পায়নি বুকে মজনুর স্পর্শ অথচ দু'জনই আমরা হাঁটছি উল্টোপথে যদি কাঁচের দেয়াল ভেঙে দুর্বোধ্যতার ঘোর মুছতে পার রক্ষিত সামিয়ানা ছিড়ে একটিবার সমুদ্রমুখী হও ভালোবাসা ও বিশ্বাসের বৃক্ষটি হাসবে বসন্ত বাতাসে। সম্ভবের সবটুকু মহিমায় পৃথিবী হবে আরও সুন্দর।