হৃদয়নগরে ভ্রমণ

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সালাম সালেহ উদ্‌দীন
জীবনের স্রোতচিহ্ন নেই নেই বিরামচিহ্ন নদীর শব্দ বাতাসের শব্দ হৃদয়ের কোলাহল সবই একাকার নীল পাখি ডানা ঝাঁপটায় লাল দুয়ারে প্রকৃতিকে অনুবাদ করি অনুবাদ করি হৃদয়কেও সবুজের শহরে ফলে না সবুজবীথি ভেসে যায় তরল গড়লও ভেসে যায় কার উপহারে উপকারে তুমি আজ সমৃদ্ধ হৃদয়নগরে ভ্রমণ করে কেবল নিষ্ঠুরতাই শিখলে কাজের ঘরে শোভা পায় জীবনের শিলালিপি পথিককে কখনো অবসর দেয় না পথ