আর্তনাদ

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ইমন হোসেন মিলন
বিষণ্নতা, তুমি আজ আমার একান্ত ঠিকানা, নির্জনতার এই গহীন অরণ্যে, বর্ণিল বেদনায় সাজানো সংসার! হাহাকারগুলো ফুটে আছে টগরের মতো, বিষণ্ন্ন আতিশয্যে হাতছানি দেয় অনিশ্চয়তা! বহু চড়াই উৎরাই পেরিয়ে এসে আজ দেখি শুধু শূন্যতা, দু'হাত ভরতি শূন্যতা। পেছনে তাকিয়ে দেখি, নিকষ কালো অন্ধকার, বিবর্ণ ধূলোয় জীর্ণ শীর্ণ বর্তমান; আর ভবিষ্যত ডুবে যায় গহীন কুয়াশায়। আমিও থমকে গেছি, পুরনো সেই দেয়াল ঘড়ির মতো। অবসাদে ঢলে পড়ে স্বপ্ন, ইচ্ছেরা হয়ে আছে খাঁচায় বন্দি পাখি; অভিমানে আর তাকায় না আকাশে। ক্লান্ত-শ্রান্ত মনে জাগে না তো আর রংধনু হওয়ার সাধ! তবে কি, জীবনের আরেক নাম নীরব আর্তনাদ?