বাজছে ঘণ্টা

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

শহীদুল আলম
বহু দিন ধরে চলেছে দাবির মিছিল রাজপথে পাড়ার অলিতে গলিতে খেটে খাওয়া মানুষের স্বপ্নের আলয় চাই অন্ন চাই বাসের ঠাঁই। আগুনে ছেয়ে গেছে গাঁও; পেটে অসহ্য জ্বালা দলে দলে আসছে সবে শহরের মেলা অন্ন চাই বস্ত্র চাই বাসের নিবাস বাঁচিতে চাই মোরা কোথা যাবো দূরে? তবুও আগুন জ্বলছে না চুলোয় বস্তি ঝুপড়ির ঘরে শিশুদের নিষ্পাপ দাবি : খাবো মোরা দাও ভাত! মেটাবো জঠরের জ্বালা মায়েদের শূন্য বুকে পানের অভাব। রাতের অসহ্য জ্বালা শয়নে স্বপনে শেষ নেই চলছে বহু কাল ধরে যুগ যুগ ধরে এমনিই চলেছে হাতে নিয়ে কালের নিবু নিবু বাতি। হটাৎ বাজছে ঘণ্টা অনির্বাণ শিখা চলেছে জনতার সারি খাল কাটা চলবে আজ থেকে দূর নদ নদে। চলছে সেদিকে খেটে খাওয়া মানুষের দল কোদাল কাস্তে হাতে নিয়ে নিয়ে ঝুড়ি ঝুড়ি মাটি কাটছে নদীর বুক জুড়ে গ্রীষ্মেই চলেছে জোয়ারের পানি দুকূল ছাপিয়ে।