অনুসন্ধিৎসু

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

স্বরূপ মন্ডল
চুপ হয়ে যাই আমার আকাল যাপনে রাত গভীর হচ্ছে আরো গহীন হচ্ছে তিমির স্নায়ুতে চিড়চিড় করে আসে অমোঘতা। তুমিতো শুধু উত্তর চেয়ে অদৃশ্য আমি খুঁড়ে চলি অন্ধকারের মানবিক তত্ত্ব আমি তো কখনো মানুষ নই ভেবেছি নিজেকে বিকল্প প্রজাতি যাদের ভালোবাসার চরম উন্মাদনায় আমি শুঁকেছি মাটির সুবাস তারাই ভোগেন উঁচাটনে ভেবে দেখো তুমি হবে কিনা রাত জাগা পাখি