কোথায় লুকোব আমি?

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ০০:০০

এমরান হাসান
কিছু উৎসবের চিৎকার অবজ্ঞা করে যাই। পাহারায় বসে থাকে সাতাশটি শরৎকালের ভোর আমার তেমন কেউ নেই পাশাপাশি বসে থাকার আমার কেউ ছিল না কখনো হঠাৎ কেটে যাওয়া ধমণী ছুঁয়ে দেখার। অথচ, আমিই একদিন তার আলোর বিপরীতে দাঁড়িয়েছিলাম তার স্নায়ুর আহ্বানে বৃষ্টি নামিয়েছিলাম। এই তো সেদিন... সে চলে যাচ্ছিল দূরের ট্রেন ধরে তার চোখে এতটুকু ঘৃণা দেখিনি তখোন! অথচ, এতটা দিন সে আমায় ঘৃণা করে এসেছে এত বেশি নির্জীব কেন হয়ে যাচ্ছি আমি! এত বেশি অনাগ্রহ...সবকিছুতে আজকাল ! কোথায় লুকোব আমি? আমার সব আলো নিভিয়ে সে ফিরে গেছে ঢের আগে আমার শূন্যতাগুলো শুয়ে থাকে নিরুত্তাপ সময় বড্ডো বিদঘুটে দুঃসময় যাচ্ছে ইদানীং আপনাদের কবিতাগ্রন্থে এরকম দুঃসময়ের একটি কবিতাও নেই।