বন্ধ করে ঘরের কপাট

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
আমি ওজন স্তরের মধ্য-ভাগে দাঁড়িয়ে ভাবছি কবে উধাও হব আমি আকাশের শেষ সীমানায় এসে ভাবছি আমার শেষ পথ কোথায় আমি চিতামন্ডপের ছাই-ভস্মের মধ্যে এসে ভাবছি তবে কি আমি দগ্ধ হব দহন-দহনে আগুনে পুড়লে আঙুল, পুড়লে চোখ ও কান জীবন-আয়না ভেঙে আমি কি তবে বিনাশ হব ভেতর থেকে বন্ধ করে আপন ঘরের কপাট তবে কি আমি ধ্বংস যন্ত্রণায় নীলকণ্ঠ হব দূরের পাখি উড়ে যায় যেমন আকাশের নীলে আমি কি তবে মিলে যাব শূন্য-সোপানে!