পরিণতি পরিশেষ

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জাকির আজাদ
সময়গুলো কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে ঢেড়, এই আগ্রাসন থেকে কেমনে হবো বের কষ্টকে পাশ কাটিয়ে দুঃখ ডাকছে ফের আমি ছাড়া কেউ পায়নি ঘুণাক্ষরে টের। কষ্টের মধ্যে তোমার ছায়া দেখায় খেদ, পক্ষে প্রতিপক্ষে মিলে ধরে থাকছে জেদ প্রহরগুলো খেয়ে বাড়ায় স্মৃতির মেদ জীবনের সব চাহিদায় পড়ে খুব ছেদ। স্বপ্নেরা হারায় ধারাবাহিকতার খেই, আশা খুঁজে শেষতক কোথাও কিছুু নেই ব্যর্থতা দেয় করতালি ব্যথা বাড়ে সেই বিশ্বাস বহুরঙ্গে নৃত্য করে ধেই ধেই। কষ্ট দিয়ে সময় নিশ্চিত থাকছে বেশ, কোথাও নেই বিন্দুমাত্র অনুতাপের রেশ খুঁজে দুঃখের সঙ্গে সন্ধি সুযোগের লেশ আমার পৃথিবী তান্ডব লেগে সব শেষ।