বর্ণমালা তোমাকে

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রজব বকশী
আমার উচ্চারিত বর্ণমালার শব্দ ঢেউ নীরবতা ও শূন্যতার হাহাকার অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকে অস্তিত্বের পরতে পরতে রোদ ও বৃষ্টির চৈতন্যোদয় হৃৎপিন্ডের ধমনিতে অটো নীলঘড়ি রক্তিম শিমূলের দিন এসে ডেকে যায় প্রেম ও ঘৃণার স্বাধীনতায় উঁচু শির যতক্ষণ শ্বাস ও প্রশ্বাস আছে স্মরণ-স্বপ্ন-প্রত্যাশা প্রতিটি পদক্ষেপ আমার প্রাণের বাংলা ভাষার ধ্বনি প্রতিধ্বনি বর্ণমালা তোমাকে ঘিরেই প্রজ্জ্বলিত হয়।