কখনো আসবে না আগামীর সকাল

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ইলিয়াছ হোসেন
মনের জানালায় পুনঃপুন কড়া নাড়ে একগুচ্ছ ব্যর্থতা কালো অক্ষরে সাদা কাগজে লিপিবদ্ধ হয় হতাশা, হিসাব কষে গড়মিল ধরা পড়ে বাস্তব বোধে শেষতক অযাচিত মনে খেলা করে বিষণ্নতা। অতপর না পাওয়ার বেদনায় কেঁপে ওঠে বুকের জমিন তৃষিত জীবনকে ঘুটঘুটে আঁধার অবিরত করে আনমনা শুভ কামনা জানাতে কেউ নেই এই নিঠুর ধরাধামে অবজ্ঞার হাসিতে হয়ে যাই পাথরের মতো ভাষাহীন, যন্ত্রনায় কাতর দু'চোখ চারদিকে দেখে অবহেলার পাহাড় বুঝতে বাকি নেই কখনো আসবে না আগামীর সকাল।