শোকার্ত সান্ত্বনা একুশের আঙিনায়-

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

পবিত্র মহন্ত জীবন
সেদিনের ঘোলাটে আকাশ, শোকার্ত চোখ- অঝরে বৃষ্টি ঝরে ভিজিয়ে দেয় সবুজ আঙিনা; এলোপাতাড়ি অশুভ বাতাস গুড়িয়ে দেয় সমস্ত ঠিকানা। বিস্ময়, অন্ধকার পথ; হৃদয়ে ব্যর্থ অলিগলি- এখনো শূন্য পয়েন্টে দাঁড়িয়ে থাকি, আলোহীন, সন্ধ্যানীড় মোমবাতি জ্বালিয়ে দেই একুশে আঙিনায়। সেদিনের অগণিত চিহ্ন অবরুদ্ধ চোখ তাকিয়ে দ্যাখে নিরুপায় পথের সন্ধান, শিকলবন্দী দু'হাতে মুষ্টি- যায়, বয়ে যায় বিরহের নদী পদ্মা, মেঘনা, যমুনা শোকার্ত সান্ত্বনা হৃদয়ে এভাবেই একুশের আঙিনায়।