নিজের নির্জনে

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০

গাউসুর রহমান
বিষাদমাখা আমি তোমার মতো আহলাদে গলে পড়তে পারি না গাছপালা স্নান করে সময় সুযোগ পেলে আজকাল আমার নিয়মিত স্নান করা হয় না। নিজের নির্জনে নিজেই রিঅ্যাক্ট করি নো হার্ড ফিলিংস নিয়েও বিপদে পড়ি। কত প্রশ্ন ঘুরেফিরে আসে নিজের মনে সেফটিপিন শব্দটি উচ্চারণ করতেই মেয়েটি বলেছিল সব খুলে বলতে মেয়েটি এমনটি বলেছিল আজো বুঝতে পারি না। মেয়েটির ছায়ার পাশে নিজেকে আবিষ্কার করতেই আমার দিন রাত কেঁপে ওঠে ভোরের রোদ ছুঁয়ে মেয়েটির হাসি আজ ধোঁয়াটে রোদেও হয়নি বাসি।