যদি তুমি হ্যাঁ, বলো

প্রকাশ | ০১ মার্চ ২০২৪, ০০:০০

আবরার নাঈম
তুমি হীনা জীবন- নীরব নিস্তব্ধ একটি শান্ত নদীর মতো যে নদীতে নেই প্রণয়ের উত্তাল উর্মিমালা। \হ তোমার হৃদয় জমিনে- আমি ভালোবাসার অব্যর্থ চাষি। আমৃতু্য পরিচর্যা করে যাব প্রেমের সজীব ফসল ফলাতে। যদি তুমি হ্যাঁ, বলো।