স্বাধীনতা আমার পরাণ

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

আদ্যনাথ ঘোষ
রোদ্দুরও পুড়ে যায় স্বাধীনতার উৎসধারায়, আমিও তোমার বুকে বুক রাখি পরমাত্মীয় সমান। ভিটেমাটির হৃদয়ফুঁড়ে যে জমিন কেঁদে ওঠে হৃদয়ের স্নিগ্ধ সবুজ ফসল ও ফুলে- সে-আমার ঘোর নয় ঘরের ফলবতী সোনাফলা নদী। স্বাধীন হৃদয় আজ বেণিবাঁধে ফুলের তোড়ায়, আমার ছেঁড়াবুক ফুলে ওঠে তোমার মায়ায়। যে শালিক ভোরের পালক ছুঁয়ে উড়ে যায় অমৃতনগর যে বক সাদার অন্তর ছুঁয়ে রোদমাখে বিলের কাদাজল গন্ধ যে দোয়েল উঠোনের সাথে খেলা করে কৃষানির বুকে সে আমার চোখ নয় চোখের মায়াভরা দেশ নদী গান। ও আমার সোনাদিঘি শাপলা শালুক লতাপাতা ঘের দ'ুচোখে কাজল মেখে কেন আজ আকাশ নাচাও? কেন আজ মানুষ, জীবন্ত আকাশ নদী ফুল পাখি সাগর কেন আজ ফসলের মাঠ স্বাধীন স্বাধীন বলে শুধু ডেকে যায়! আমিও তোমার সাথে বুক রাখি প্রাণের ধারায়। যদি দিনরাত প্রাণভরে তোমারে দেখি, ও স্বাধীনতা- কিছুই থাকে না দেখার আর অবশেষ।