শিরোনামহীন

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

শিল্পী বণিক
তুমিতো ডাকোনি, অপেক্ষায় ছিলাম ক্ষণ গুণে গুণে প্রহর কেটে কেটে দুই পক্ষকাল সময় গ্যাছে চলে- জীবন ব্যাপ্তির এক খন্ডাংশ নিয়ে! ডাকোনি তুমি! ভাবছি, আমিই না হয় আসবো ডোরবেল বাজলে লুকিং গস্নাসে রেখো চোখ ইচ্ছে হলে দরজা খুলো, না হয় চোখ সরিয়ে নিও যাব না হয় ফিরে আমি, বুকের ভেতর কষ্টগুলো একটু একটু নীল করে! যেখান থেকে আলগা হয়ে যুগল হাত দু'পথে গিয়ে ছিল চলে কথা ছিল সেখানেই আবার মিলব দু'জনে জলজ বৃক্ষের কান্না নিয়ে! জানি, একদিন ডাকবে তুমি ডোর বেলের শব্দ শুনে, দৌড়ে ছুটে লুকিং গস্নাসে রাখবে চোখ সেখানেও যাবে আকুল হয়ে তুমি ঝরা পাতার শব্দ পেলে চকিতে ফিরাবে দৃষ্টি এই বুঝি এলাম আমি! ডাকবে তুমি ডাহুকের মতো গলায় রক্ত তোলে আসবো কী আর আমি? আমিতো গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়েছি লন্ডভন্ড আমার শুশ্রূষাহীন জীবন!