না মেটে পিপাসা

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

আশতাব হোসেন
কমতি ছিল না ভালোবাসার মোটেই না মমতাবোধ ছিল প্রাণে মজবুত সুতায় বাঁধা, তবুও তোমার আকাঙ্ক্ষায় পরিতৃপ্ততা নেই। ধরে আছি পেছন টেনে তুমি ঝুঁকে যাও সামনে সন্ধান করো বাসনার অজস্রতা। আর পাবে না স্বচ্ছ ঝর্ণাধারা হবে পেরেশান আসলে অল্পতে না মিটলে পিপাসা, পানিও হয় গরম বেশরম অরুচির কারণ, চোখের সামনে যা বিদ্যমান সর্বক্ষণ তাতে আর রং ছড়ায় না মনের রংমহলে। এমন মনই হারায় অগণন অপার সম্ভাবনা মনকে যে বেঁধে রাখতে অপারগ সে এক ভঙ্গুর কাঁচের বাসন পুতুলের আবরণ। দিয়াশলাইয়ের কাঠিও অনেক পারদর্শী বটে মুকুট জ্বলে গেলে অপ্রয়োজনে ছুড়ে ফেলে অবহেলায়।