বিবর্তন

প্রকাশ | ০৮ মার্চ ২০২৪, ০০:০০

জাহিদ হোসেন
আম কুড়োনোর দিন ফেলে রেখে জলাশয়ের শাপলার মালা গেঁথে কুড়াই সময়ের স্বপ্নবিভা। বাবার আঙুল ধরে একদিন গ্রামের মেলা থেকে বেলুন কিনে আনি। চলুন আজ গ্রামের মেলায় খুঁজি বাতাসার স্বাদ। ছোটবেলার মতো পড়ার ছলে বাতাবি লেবুর তলে ধুলোর ঘরে খেলি পুতুল পুতুল খেলা... চলো আজ পুতুল বিয়েতে মেতে উঠি।