আত্মত্যাগের স্বাধীনতা

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

নাহার আহমেদ
মুক্তিযুদ্ধে আছে আমার দীর্ঘশ্বাসের ছায়া স্বাধীনতার শক্তি আমার পাথেয় আমার চেতনায় আমার বিশ্বাসে, নির্ভীকতার কঠিন শপথ আমাকে প্রেরণা দেয় বাস্তবতার সাথে কীভাবে লড়তে হবে, ভালো থাকার জন্য। বুকটা ভরা যন্ত্রণারা আজও শুধু কাঁদায়। তবুও স্বপ্ন দেখি দু'চোখ ভরে সোনার বাংলাতে বুক ফুলিয়ে। সুখদুঃখ জড়িয়ে আমার নিরস বাস্তবতার নিথর চাহনী। শ্যামল মাটির সাথে নিঃসঙ্গতার নিশ্চুপ বসবাস আমার বৈধব্যকে স্বাধীনতার গৌরবান্বিত মুকুটে সুসজ্জিত করে রেখেছে। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ তমিশ্রার কাজল আমার চোখের অশ্রম্নকে আড়াল করে রেখেছে। শত শহীদের রক্তমাখা পতাকার রক্তিমতা ললাট জুড়ে আমার সান্ত্বনার আলো হয়ে আমাকে বাঁচতে শিখিয়েছে