শিশির

প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০

জহুরুল ইসলাম
একটা নিহত রক্ত জবা, শুয়ে থাকে সারারাত- নক্ষত্রের আগুনে পোড়া শিশিরে। জননীর বুকে ওঠে ঝড়- হৃদয়ের রক্ত ঝরে অনুক্ষণ। গোধূলির রং যেন তারই রক্তে মাখা। এখনো অন্ধকার ভাসে রৌদ্রের ডানায়- জবা শুয়ে থাকে হিম ঘরে।