বৈশাখের অভিকর্ষ

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
বৈশাখে চনমনে হয়ে ওঠে ত্রসরেণু মেখে তরুরাজ! আর আমি মেদামারা হয়ে কাঁকুরে মাটিতে পড়ে থাকবো? সেবন্তীও ডাকে- অঙ্কুরোদ্গমের কী চঞ্চলতা আজ চারদিকে! আমের মুকুল আম্রশাখায় উজ্জ্বল তরমুজ বনে কৈরবীও- তিমির সরিয়ে কিরণমন্ডিত! আর আমি জড়িয়ে জড়তা চৈতন্য হারিয়ে জায়ফলের বনে! বৈশাখের অভিকর্ষ আর তার রোদ বোধভাষ্যি নিয়ে- সংবেদী করতে পারে না? আমি কি এতই বেহুঁশ ও অসাড়! আমি কি টগবগে হতে পারি না ঋতুসন্ধিতে?