অগ্নিকান্ড অথবা অগ্নিকুন্ড

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

স. ম. শামসুল আলম
তোমাকে বলেছিলাম অগ্নিকান্ড থেকে দূরে থেকো তুমি অট্টহাসি হেসে নিমতলী টু চকবাজার আলোকিত করো অগ্নিকুন্ডে বসে থাকা মানুষকে অগ্নিকান্ড সতর্কতা বড় বেমানান তুমি নাকি জ্বলন্ত কেমিক্যাল-ড্রাম মাথায় নিয়ে ঢাকা শহর দশবার প্রদক্ষিণ করতে পারো তোমাকে টকশোঅলারা একবার বলে অগ্নিকান্ড একবার বলে অগ্নিকুন্ড দ্যাখো কি কান্ড! তুমি নাকি কান্ড-কুন্ডে টালমাটাল এমন কি হিসেব করেও মৃতের সংখ্যা গণনা করতে পারো না অথচ ছোটবেলায় এক থেকে তেরোর ঘরের নামতা মুখস্থ ছিল তোমাকে বলেছিলাম এইসব কান্ডকারখানায় না জড়াতে কিন্তু ছারখার কারখানা ছাড়া তোমার নাকি ব্যবসাপাতি জমে না ধুরো ছাতা! আগে বললেই পারতে আমাকে ভালোবাসার চেয়ে আগুন অনেক প্রিয় তোমার তাহলে নিজেও আগুন হয়ে নিজেকে পুড়িয়ে একবার অথবা বারবার পরীক্ষা করে দেখতাম কে বেশি শক্তিশালী- আমি নাকি তুমি অযথা এমন ঝুটঝামেলা পাকাতে হতো না নিজে থেকে একদিন আত্মসমর্পণ করতাম দেখি তুমি জেতার পরেও কতখানি আজন্ম জুয়াড়ি ভাবো!