হলুদ মাঠে জ্যোৎস্নার মৃতু্য

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

সোহরাব পাশা
আর আমি শুনেছি সেই আক্রান্ত ভোরের ক্রন্দন দীর্ঘ সিঁড়ি বেয়ে নগ্ন পায়ে মানুষের হেঁটে যাওয়া দূরের রাত্রির গান, তীব্র নিষেধের কাঁটাতার- বেষ্টিত আর্তনাদে ফেটে পড়া আঙ্গুলের নিঃস্বতা শুনেছি ভেঙেপড়া জীবনের গূঢ় মসৃণতা এবং তার ব্যবহৃত আগুনের নৈঃশব্দ্যের ক্ষিপ্রতার ভাষা বসন্ত পোড়ান গল্প হলুদ মাঠে জ্যোৎস্নার মৃতু্য স্তব্ধতা নেমে আসা অস্তমিত দুপুর শুনছি গুঞ্জন, মানুষ তার নিজেকেই পাঠ করে বেশি ভুল বাক্যে, স্বপ্ন খোঁজে শেকড়বিহীন তরুতলে মৃত ঘাসে কিছু মানুষ লিখেছে আঁধার মেঘের ক্যানভাসে যারা গভীর গোপনে আত্মহত্যা করতে করতে নির্বিঘ্নে ফিরে গেছে সৌন্দর্যের সংসারে এখানে মানুষ বহুবার অশ্রম্নভেজা চোখে দেখেছে সকাল