নীল কণ্ঠের খোঁজে

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

জাহানারা জানি
বৈশাখি উদ্ভাসিত আলোর উলস্নাসে দুটি নীল কণ্ঠপাখি \হমেলেছিল স্বনীল ডানা সুরের আকাশে। আনন্দ মিছিলে উড়ে উড়ে কোন এক ক্লান্ত দুপুরে বিশ্রাম বিলাসে বুনেছিল স্বপ্নের জাল হঠাৎ এলো মেলো ঝড় লন্ডভন্ড সব সুখ তার জীবনে এখন নির্জন- দ্বীপের ব্যর্থ বিলাপ। ভ্রমর গুঞ্জন ঘিরে ঘিরে বসন্ত আসে ফিরে ফিরে উলস্নাসিত তালের পাতায় দুলে ওঠে বাবুই জীবন রঙে রঙে রঞ্জিত হয় আরেক ফাগুন জীবনের খুব কাছাকাছি শুধু এক বুক শুণ্যতা নিয়ে ওড়ে আর ওড়ে- এক নীলকণ্ঠ পাখি।