রক্ত খেলার ইতিহাস

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

শান্তা সিকদার সোরাইয়া
দেখো বিশ্ব, দেখো কত করুন কত ভয়ঙ্কর সে দৃশ্য। দেখো চোখে মুুক্তির স্বপ্ন আঁকা বীর বাঙ্গালীর লাশ, \হমাঠে সোনার ধান নয় হচ্ছে যেন লাল রক্তের চাষ। এ রক্ত আত্মত্যাগী সাহসী প্রতিবাদী বীর বাঙ্গালীর, এ রক্ত রক্ত নয় গর্ব অহঙ্কার গোটা পৃথিবীর। এ রক্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য ঝরা, এ রক্তের ইতিহাস অমর চিরকাল মনে রাখবে এ ধরা। আহ! কি করুন সে রক্তের খেলা, এ খেলা মানেনি বেলা অবেলা। এ খেলা কোনো সাধারণ খেলা নয়, এ খেলা মুক্তির এ খেলা সত্য করেছে জয়। এ খেলায় রক্ত লেগেছে অশ্রম্ন লেগেছে সাহস সাহস ত্যাগ, লোভী হায়নারা মানেনি বোঝেনি তারা বাঙ্গালীর আবেগ। কেড়ে নিয়েছিল বাংলা মাকে কেড়ে নিয়েছিল ভাষা, কেড়ে নিয়েছিল বাংলার স্বপ্ন কোটি প্রাণের আশা। তাই তো এ খেলা বড় নীরব ভাষাহীন, এ খেলা রঙে নয় রক্তের লালে রঙ্গীন।