দাও- না হলে

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

শুকদেব মজুমদার
এই যে তুমি ফুলটিকে ফুটতে দিলে না- এর ফল তুমি পাবে- পাচ্ছ নাকি? আত্মার ভেতর থেকে স্ফুরিত হতে দাও ফুরফুরে বাতাস কল্পলোকে যেতে দাও অল্পবয়সী ইকারুসকে নীলিমায় লিপ্ত হতে দাও-শিহরিত হতে দাও তাকে, প্রকৃতির সান্নিধ্যে পিনদ্ধ করো তাকে পরিণত হতে দাও তাকে কোনো বোধিবৃক্ষে, বিশ্ববীক্ষণ প্রজ্ঞার এনসাইক্লোপিডিয়ায় হতে দাও তাকে অভূতপূর্ব এক ভুক্তি, অন্ধের মুক্তি অযুত বন্ধঘরের গন্ধবহের অবমুক্তি- অজ্ঞের আজ্ঞাবহ দাস হতে দিও না তাকে, বৃহতের বহিত্র হতে দাও তাকে, অহোরাত্র কান পেতে শুনতে দাও তাকে হিমালয়ের সুর গুহার গভীর ধ্বনি, বুনতে দাও তাকে বাবুই পাখির মতো মগজের মিহি তন্তরাশি, খুলতে দাও তাকে জটিল জটা- পৌরাণিক ধাঁধায় আঁটা।