মুক্ত সীমারেখা

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০

শফিক ইমতিয়াজ
নববর্ষের প্রথম দিনে কী চাই আমি তবে পৃথিবীতে মানুষ বেঁচে থাকুক সগৌরবে ধনের ভাঁড়ার রয় লুকিয়ে উদার প্রকৃতিতে কেউ না মরুক ক্ষুধার জ্বালায়, মন্দা খরা শীতে যাক না নিভে মন থেকে সব হিংসার আগুনশিখা চিরতরে বন্ধ হোক ওই বোমার বিভীষিকা একই মানুষ, বিভেদ তাকে পতনমুখে টানে এই পৃথিবী শুচি হয়ে উঠুক অগ্নিস্নানে রবীন্দ্রনাথ, গানের বাণী নিয়ে দাঁড়াও পাশে এই বোশেখের শুদ্ধশোভন তাপসনিশ্বাসে যাক না উড়ে মুমূর্ষু আর গত দুঃখের স্মৃতি সাম্যবোধে শান্তি নামুক, সৃজনী সম্প্রীতি। কবি সুভাষ, কণ্ঠ ছাড়ি তোমার সাথে হেঁটে- শিশুরা পাক দুধের বাটি, বালাই যাক কেটে জীবনানন্দ, কাব্য নিয়ে দাও সতত দেখা এই বোশেখে নবীন হবো, 'মুক্ত সীমারেখা'।