চৈতী এলো

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০

আলমগীর খোরশেদ
কোকিলের কুহুতান হারিয়ে গাছরাজি সেজেছে নবকিশলয়ে, তাপদাহে নতশির প্রকৃতি রাণীর খরতাপে ম্রিয়মাণ কৃষ্ণচূড়া, পলাশ শিমুল, বোরো আমন ধানের সবুজে হানা দেয় দুষ্টু বাতাস অযথা খবরদারি, 'চৈতের আকাল'... থামিয়ে দেয় গ্রামীণ জীবনে সুখের পদাবলি, গভীর রাতে গৃহস্থের পোষা কুকুরটা ঘেউ ঘেউ করে কি যেন জানাতে চায় বোবা ভাষায়, কৃষাণীর রাত হয় না ভোর একাকি কবে আসবে মিনসে বাড়ি, ধুলো উড়ায়ে তপ্ত বাতাস চুপি চুপি বলে যায়, 'ফাগুন গিয়ে চৈতী এলো।'