বেঁচে থাকে স্বর্গের আহ্বান

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০

বজলুর রশীদ
দূরত্বই আমাদের অভিমান, শূন্যতার পুনর্জাগরণ, দীপ্যমান ভাবনা অতীত অভিমানের অঙ্ক কষা জীবনে সখ্যতার বাইরে থাকি নিদ্রাহীন, থাকি না অপেক্ষায় চেনা মুহূর্ত ঠিকানায় চোখের আলো চিনে চিনে কেন প্রশ্ন জাগে না প্রেমের নাব্যতা। অভিমান ভাঙার নামেই কাছে আসা মায়াজালে ধরে রাখো সারাক্ষণ। সবটা বদলে যাওয়ার আগেই ছেড়ে দাও অভিমান... অতঃপর, যেভাবে বদলে যায় প্রেমের গান বাজাতে বাজাতে বেঁচে থাকে স্বর্গের আহ্বান।