একাত্তরের সুখ বৈষম্যের পালকে

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০

গোলাম রববানী
সেই দুঃস্বপ্নের অমাবস্যার সময় আজ চলমান পাখিদের ঠোঁটে ঠোঁটে খুটে খুটে খায় পোকামাকড় এরচেয়ে ভালো থাকার রাজনীতি কোথায় পাবে? মুখরিত হয় কথার খরস্রোতে পরিমার্জিত হয়ে সুরভিত ফুলের সুগন্ধে বড় রাজনীতি ছড়ায় এখানে নষ্টঠোঁটের চেয়ে বড় কোনো রাজনীতি হয় না তিপ্পান্ন বছর সুন্দরের সর্বনাশে একখন্ড নষ্টধূলি; নষ্টগ্রাম-বিনষ্ট মনের দীর্ঘকালের বিষাদে রূপান্তরিত শুধু হতাশা আর আক্ষেপের কেন বজ্রপাত হয় না? অটোহান ও ওপেনহাইমার আশ্চর্য সুন্দরের মালিক- না পাওয়া শঙ্কিত সংক্ষুব্ধ সে-তো চিরদিনের ক্রুদ্ধজোঁক মুক্তির পদাবলি বিমুখ হয়ে একনিষ্ঠচিত্তে গিলে নিচ্ছে গিলে নিচ্ছে একাত্তর; একাত্তরোত্তর উজ্জ্বল দিন পূর্বদিকে উদিত সূর্যের মতো ঠিক চিরন্তন অহংকার