তুমিময় জগৎ

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

কাজল নিশি
প্রচ্ছন্ন কুয়াশায় এক চিলতে রোদ হয়ে এসো, গায়ে ধারণ করব। তোমার উষ্ণ নিঃশ্বাসে সতেজ করব হৃদয়। হৃৎপিন্ডটা একটানা জপ করছে তুমি, তোমার সম্মোহে মগ্ন আমি নিশিদিন। কনকনে শীতে ঠান্ডা পানিতে যাচ্ছো নেয়ে, চোখের দৃষ্টি বলছে! পৃথিবীজুড়ে কোথাও কিছু সুন্দর নেই তোমার চেয়ে! আমি কাজের ফাঁকে জানালা দিয়ে দেখছি শুধুই তোমাকে। মন বাগানে অঙ্কুরিত হয় সুখের অজস্র চারা, হৃদয় অরণ্য শূন্য শূন্য লাগে তোমাকে ছাড়া। তুমিময় হয়ে আছে আমার সমস্ত জগৎ।