আত্মা বিসর্জন

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

সাগর আহমেদ
দীর্ঘায়ু কমছে ক্রমাগত হলদে পাতায় লেখা নিরুদ্দেশের ঠিকানা ডুবন্ত সূর্যের মতো স্মৃতিগুলো ঘোলাটে হয়ে আঁধারে মিশে যাবে অর্থবিত্ত ঐশ্বর্যের সব বন্ধন ছিন্ন করে অন্তিম অন্তে পড়ে রবে নিষ্প্রাণ দেহ। মায়ার অর্গল ভেঙে মুখে মুখে রটে যাবে মৃতু্যর খবর শান্ত পরিবেশ হবে অশ্রম্নসিক্ত একদল ফেরেস্তা উঠিয়ে নেবে পবিত্র আত্মা কবরের পাশ ধরে হেঁটে যাবে সহস্র আগন্তুক, আমি সেই অকবি যাকে কল্পনায়ও খুঁজবে না কেউ, শুধু মৃতু্যই কথা রেখেছে।