বোশেখ এলেই

প্রকাশ | ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০

মিতুল সাইফ
শুকনো পাতার মতন উড়ে আসে ছেলেবেলা টুপ করে ঝরে পড়ে আমার উঠোনে। স্মৃতির আবির মেখে ডানা ঝাপটায় ফেলে আসা দিন মনে পড়া, মনে না পড়া কত যে মুখ আজো বড় পিছু টানে। বোশেখ এলেই তালপাখা বাঁশি বোশেখ এলেই স্মৃতির দহন বাবার মায়াবী হাত ধরে ছোটা রঙিন মেলার প্রথম প্রথম আজ ধুয়ে গেছে কত কিছু হায় স্মৃতি হাতড়েও ফেরে না কত কী! তবু আজো মন কেমন কেমন বোশেখ এলেই হয় কি এমন আমার মতন আমার মতন!