আমিও একটা কবিতা

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

দিলীপ কির্ত্তুনিয়া
আমিও একটা কবিতা। তোমরা বুঝেছ কি সে কথা! প্রতিদিন আমিও লিখিত হচ্ছি দিন রাতের ক্যানভাসে। আমিও মূর্তমান এক ছবি কোন শিল্পী আমায় আঁকে। আমিও লিখিত হচ্ছি অঙ্কিত হচ্ছি তোমাদের দ্বারে দ্বারে। আমার পাঠের বিস্তার আমি মেলে দিয়ে রাখি- বই পুস্তকের মতো রাস্তার কোণায় কোণায় দন্ডায়মান বিলবোর্ডের হাসি আমিও পাঠের সামগ্রী। জাহাজের মাস্তুল আমি আমি নিজেকে তুলে ধরি- সবুজ শস্যের ক্ষেত আমিও রঙ নিয়ে বসে থাকি। সাধারণ এক ফুল হাঁটতে চলতে গাছে ফোটা। ব্যথা-স্বর হাসি-সুর প্রতিনিয়ত আমি কবিতা। খুঁজে খুঁজে দেখ আমার কাজে বিন্যাস আছে ভরা ছন্দময়তা। আমিও এক কবিতা প্রতিনিয়ত ভাবি- আমি যেন তোমাদের সুখী পাঠ হতে পারি।