নীরব শহরে কথারা এসে ভিড় করে

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

সোমা মুৎসুদ্দী
তোমার নীরব শহরে, আমার কথারা এসে ভিড় করে। ছুঁতে চায়, তোমার মনের তীর যেমনটা ভরা বর্ষার নদী আছড়ে পড়ে তীরে। তোমার নীরব শহরে আমার কথারা জাগে অভিমানী হিটলার হয়ে। জয় করতে চায় তোমার মনের সাম্রাজ্য, আমার কথার অস্ত্রের ঝংকারে।