দুঃখ নিবে দুঃখ?

প্রকাশ | ০৩ মে ২০১৯, ০০:০০

কামরুল আলম কিরণ
দুঃখ নিবে দুঃখ? হরেক রকম দুঃখ আছে আমার কাছে নীল, হলুদ আর বৃষ্টিধোয়া একেবারে সূক্ষ্ন। দুঃখ নিবে দুঃখ? আজন্ম যে প্রেমিক প্রেমদগ্ধ আজন্মই যে তৃষ্ণার্ত আজন্ম যে খরায় খরায় একেবারে রুক্ষ সেই প্রেমিকের দুঃখ। প্রতীক্ষা আর প্রতীক্ষাতে ক্লান্ত অবসন্ন পথ চাওয়া আর হয় নাকো শেষ একটিবারের জন্য কুরে কুরে নিঃশেষ হওয়া সেই মানুষের দুঃখ দুঃখ যাহার বিলাসিতা প্রধান এবং মুখ্য। বুকের ভেতর খাঁ খাঁ করা দুই পাহারের দুঃখ, চোখের ভেতর উপচে পড়া দুই নদী জল দুঃখ, সবটা পাবে হলে রাজি বাড়ালে ঔৎসুক্য; দুঃখ নিবে দুঃখ?