অঙ্কুর

প্রকাশ | ০৩ মে ২০১৯, ০০:০০

নইম হাসান
একটি অঙ্কুর শেকড় ছাড়ে মাটি ভেতর আকাশ নুয়ে পড়ে তার দিকে প্রজন্মের সন্ধানে যে বীজ বুনেছিল- আমাদের পূর্ব-পুরুষেরা সুষ্টির আদিতে কর্ষিত ক্ষেতে ঝলসে ওঠে একটুকরো সোনা রোদ ফসল ফলে বিস্তর একটি অঙ্কুর তোমার সম্ভাবনাকে আমি দেখি মুগ্ধ বিস্ময়ে...